বিশ্বের সেরা তিন বোলারের একজন শামি: কোহলি

|

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠ সেঞ্চুরিয়নে তাদের ১১৩ রানে হারায় ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। তবে প্রোটিয়াদের হারানোয় অন্যতম ভূমিকা পালন করেছেন পেসার মোহাম্মদ শামিও। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। আর তাই শামির ভূয়সী প্রশংসা করলেন দলটির অধিনায়ক ভিরাট কোহলি।

ম্যাচশেষে কোহলি বলেন, শামি বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার। আমার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা তিন বোলারের একজন শামি। তার লাইন-লেন্থ ও একই জায়গায় ধারাবাহিক বোলিং করে যাওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। ম্যাচজুড়ে তার বোলিংয়ের প্রভাব আমরা দেখতে পেয়েছি।

আরও পড়ুন: বাংলাদেশকে গুড়িয়ে ফাইনালে ভারত

অবশ্য ব্যাটসম্যানদের প্রশংসাও ঝড়েছে কোহলির কণ্ঠে। বলেন, বিদেশের মাটিতে প্রথমেই ব্যাট করতে যাওয়া কঠিন চ্যালেঞ্জ। কিন্তু মায়াঙ্ক ও কেএল যেভাবে ব্যাটিং করেছে তা প্রশংসা পাওয়ার যোগ্য। আমাদের বিশ্বাস ছিল ৩০০-৩২০ রানের টার্গেট দিলে আমরা জিততে পারব।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply