ডিএসইর প্রধান সূচক বেড়েছে সাড়ে ২৫ পয়েন্ট

|

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সাড়ে ২৫ পয়েন্টের মত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭শ ৫৬ পয়েন্টে। আর ডিএসইএস সূচক প্রায় ৪ পয়েন্টের মত বেড়ে ১ হাজার ৪শ ৩১ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসই থার্টি সূচক ১০ পয়েন্টের মত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫শ ৩২ পয়েন্ট।

ডিএসইতে হাতবদল হয়েছে ৯শ ২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবসে লেনদেনের পরিমান ৭শ ৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে ১৭৮টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪৯টির। আর অপরিবর্তিত ছিল ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল সোনালী পেপার অ্যান্ড মিলস। প্রতিষ্ঠানটির মোট ১১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে এশিয়া ইন্সুরেন্স এবং বাংলদেশে শিপিং কর্পোরেশন।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় সাড়ে ৪৪ পয়েন্ট । পাশাপাশি বেড়েছে অন্য দুটি সূচকও।

সিএসইতে আজ হাতবদল হয়েছে ৫৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেন হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত ছিল ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply