পঞ্চগড়ে ৪ দিনে সাত শতাধিক মানুষ পেয়েছেন করোনার বুস্টার ডোজ

|

পঞ্চগড়ে করোনার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত ৪ দিন ধরে জেলার ৫ উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। প্রথম পর্যায়ে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। করোনার সম্মুখসারির যোদ্ধাদেরও পর্যায়ক্রমে দেয়া হবে বুস্টার ডোজ।

গত ৪ দিনে জেলায় মোট ৭৮৪ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। তবে করোনার এই তৃতীয় ডোজের বিষয়ে এ জেলায় মানুষ তেমনভাবে অবগত নন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকেও এ নিয়ে বিশেষ কোনো প্রচারণা করা হচ্ছে না বলেও অভিযোগ সাধারণ মানুষের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply