এখনও জমেনি বাণিজ্যমেলা, ক্রেতা সমাগম বাড়তে পারে আগামী সপ্তাহে

|

এখনও তেমন জমে ওঠেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আগের তুলনায় এবার স্টলের সংখ্যা কম। আবার যাদের বরাদ্দ দেয়া হয়েছে বেশিরভাগই প্রস্তুত হয়নি। তাই হতাশ ক্রেতারা-দর্শনার্থীরা। আগামী সপ্তাহে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে আশা বিক্রেতাদের।

করোনা মহামারির কারণে গত বছর হয়নি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এক বছর বিরতি দিয়ে আকর্ষণীয় এই মেলা এবার শুরু হয়েছে স্থায়ী জায়গায়। যদিও মেলার পরিবেশ নিয়ে খুশি দর্শনার্থীরা। তবে সব স্টল প্রস্তুত না হওয়ায় হতাশ অনেকে। বিড়াম্বনায় পড়তে হচ্ছে আসা-যাওয়া নিয়েও। তাই এবারের বাণিজ্য মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। এদিকে মেলায় শিশুদের জন্যে বিশেষ আয়োজন না থাকায় মন খারাপ তাদেরও।

তবে বিক্রেতারা আশা করছেন, সপ্তাহ শেষে বাড়তে পারে ক্রেতাদের উপস্থিতি এবং বেচা বিক্রি। মেলার দেশীয় ইলেক্ট্রনিকস পণ্যের দোকানে ভিড় চোখে পড়ার মতো। গুণগত মানের কারণে বেড়েছে ক্রেতাদের আগ্রহ। আর কয়েকদিনের মধ্যে বরাদ্দ সব স্টলের প্রস্তুতি শেষ হবে বলে জানান অংশগ্রহণকারীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply