‘পাকিস্তানে যৌন অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে’

|

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত।

সমাজে দুই ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। একটি হলো দুর্নীতি, আরেকটি যৌন অপরাধ। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার (২ জানুয়ারি) বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন ইমরান খান। সেখানেই এ মন্তব্য করেন পাকিস্তনের বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক।

বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজে ব্যাপক হারে বাড়ছে যৌন অপরাধ। এর মধ্যে ধর্ষণ ও শিশুদের প্রতি যৌন হয়রানির মতো অপরাধও রয়েছে। কিন্তু এসব ঘটনার মাত্র এক শতাংশ জানা যায়।

ইমরান খান আরও বলেন, এসব যৌন অপরাধের বিরুদ্ধে সমাজের সবার এক হয়ে লড়াই করতে হবে। দুর্নীতি মোকাবেলায়ও সম্মিলিত প্রতিরোধের বিকল্প নেই। সমাজে দুর্নীতিবাজদের অবাঞ্চিত ঘোষণা করতে হবে। কিন্তু আমাদের নেতার দীর্ঘদিন ধরে দুর্নীতি করে বিষয়টিকে গ্রহণযোগ্য করে ফেলেছে। যা অত্যন্ত হতাশাজনক।

আরও পড়ুন: তোপের মুখে ইমরান, সাবেক স্ত্রীর গাড়িতে বন্দুকধারীদের হামলা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply