বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাদা পোষাকে ১০০ উইকেট ও এক হাজার রানের এলিট ক্লাবে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর এই কীর্তি গড়লেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে টেস্টে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার রেকর্ড করেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। এবার বছরের শুরুতেই রঙিন বলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর তাতেই সাকিব-রফিকদের পর অলরাউন্ডারদের এলিট ক্লাবে নাম লেখালেন মিরাজ।
আরও পড়ুন: যেখানে সবার উপরে লিটন দাস
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন মিরাজ। ব্যাটিংয়ে নামার আগে এক হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৪৩ রান দূরে ছিলেন তিনি। ব্যক্তিগত খাতায় ৪৩ রান যোগ হতেই দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক হন মিরাজ । এর আগে বাংলাদেশের হয়ে সবার আগে এই কৃর্তী গড়েছিলেন মোহাম্মদ রফিক।
Leave a reply