জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল চালিয়ে টিকটক করতে গিয়ে হৃদয় হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হৃদয় হোসেন জয়পুরহাটের কালাই পৌরসভার বর্তমান মেয়র রাবেয়া সুলতানার ছেলে। আহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার নুর মোহাম্মদের ছেলে আল আমিন (৪০), একই উপজেলার সবুজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আল আমিন (৩০), একই উপজেলার মৃত বনু মিয়ার ছেলে নাজমুল (৩০), ছাদেকুল ইসলামের ছেলে মো. রনি (২০), মোজাফফর হোসেনের ছেলে মো. ছাব্বির (৩০), হারুঞ্জা গ্রামের বুলবুলের ছেলে নাজমুল (২২)।
ওসি পলাশ চন্দ্র আরও জানান, হৃদয় হোসেন ও তার কয়েকজন বন্ধু মিলে জয়পুরহাট- হিলি সড়কে মোটরসাইকেল চালিয়ে টিকটক ভিডিও করছিলেন। এ সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হিলির দিকে আসা অপর ২টি মোটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানার ছেলে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন আরও ৬ জন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে রনি ,আলামিন সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।
/এসএইচ
Leave a reply