নিউজিল্যান্ডের ঘরের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিন শেষে বেশ ভাল অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ৪৫৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান। ফলে নিউজিল্যান্ডের লিড দাঁড়িয়েছে ১৭ রানে। পঞ্চম দিনে বাংলাদেশের লক্ষ্য তাই দ্রুত বাকি ৫ উইকেট তুলে নিয়ে টার্গেট নাগালে রাখা।
টেস্টের চতুর্থ দিনে কিউইদের ৫ উইকেট ফালানোয় সবচেয়ে বড় কৃতিত্ব দেখিয়েছেন টাইগার পেসার
এবাদত হোসেন। একাই শিকার করেছেন বিপক্ষ দলের চার উইকেট। এর মধ্যে দ্বিতীয় স্পেলে নিজের করা ৬ বলের ব্যবধানেই নেন ৩ উইকেট। ৫৩.৩ ওভারে উইল ইয়ংয়ের উইকেট নেয়ার পর ওই ওভারের পঞ্চম বলে নেন হেনরি নিকোলসের উইকেট। নিজের করা এর পরের ওভারের তৃতীয় বলে ফিরিয়ে দেন টম ব্লান্ডেলকেও। ফলে নিউজিল্যান্ডের স্কোরকার্ড ১৩৬-২ থেকে হয়ে যায় ১৩৬-৫।
এবাদতের এই দ্বিতীয় স্পেলের সময় তাকে উজ্জীবিত করতে চাচ্ছিলেন অধিনায়ক মুমিনুল হক। ফিল্ডারদের উদ্দেশে তাকে এসময় বলতে শোনা যায়, ‘আমরা একটু আওয়াজ করি, বোলার অনেক কষ্ট করছে।’ মুমিনুলের যেই কথা শোনা যায় টিভিতে।
জেডআই/
Leave a reply