জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আশঙ্কাজনক গতিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করার কথা ভাবছে জাপান সরকার। খবর জাপান টাইমসের।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রী ইয়োশিমাসা হায়াসি ওকিনাওয়া নিয়ে তার উদ্বেগের কথা জানাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে ফোন করে বলেন, ওকিনাওয়ার সামরিক ঘাঁটি থেকে জাপানের ওই অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে। এ কারণে ওকিনাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান সরকার।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, জাপানে অবস্থানরত মার্কিন সেনারা এ নিয়ে ষষ্ঠবারের মতো করোনাভাইরাসের কবলে পড়ল। সর্বশেষ তথ্য অনুযায়ী ওকিনাওয়া ঘাঁটিতে অবস্থানরত অন্তত এক হাজার মার্কিন সেনা করোনা আক্রান্ত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি সপ্তাহেই ওকিনাওয়া দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা দিতে পারেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।
উল্লেখ্য, বুধবার (৫ জানুয়ারি) ওকিনাওয়ার সরকারি কর্মকর্তারা সেখানে ২২৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছেন, যাদের মধ্যে ৪৭ জনের দেহে পাওয়া গেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি।
/এসএইচ
Leave a reply