কাজাখস্তান সামলাতে রুশ সেনাবহর

|

কাজাখস্তান পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে পৌঁছেছে রুশ নেতৃত্বাধীন সেনাবহর। রয়টার্সের একটি খবর জানিয়েছে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আলমাতি শহরে নামে শান্তিরক্ষী বাহিনীর আড়াই হাজার সদস্য।

ঠিক কতোদিন প্রতিবেশী রাষ্ট্রে তারা থাকবে সেটি জানা যায়নি। তবে কাজাখস্তানের সুরক্ষা এবং সেদেশের সেনাবাহিনীকে সহযোগিতা দেবে তারা। মূলত প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোখায়েভই রাশিয়ার সহায়তা চেয়েছেন।

গত কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের দাবিতে গড়ায়। এর আগে মন্ত্রিসভা বিলোপের পরও আসেনি সমাধান। উল্টো সংঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন, যাদের ১৮ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আহত হয়েছে আরও সাত শতাধিক। ধরপাকড়ের শিকার দুই হাজারের বেশি মানুষ।

পরিস্থিতি মোকাবেলায় বড় বড় শহরগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটিতে বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সেবাও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply