মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলনে এবার শামিল হলেন চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মীদের বড় একটা অংশ। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের প্রতি তারা জানালেন সমর্থন।
সেই ধারাবাহিকতায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত হাসপাতালগুলো তারা বয়কটের ঘোষণা দিয়েছেন। হোয়াইট কোট রেভ্যুলেশন শ্লোগানে মিয়ানমারের রাজপথে নেমেছেন চিকিৎসকরা। বলা হচ্ছে, দেশের ৭০ শতাংশ পর্যন্ত ডাক্তার-নার্স পালন করবেন না সরকারি দায়িত্ব, যাবেন না হাসপাতালে। এমনকি সেখানে ভর্তি রোগীদেরও সেবা না দেয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তাদের দাবি, সেনা সরকার ডাক্তারসহ সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও বেআইনি-অগণতান্ত্রিক কাজ করতে পারবে না।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে পাঁচ শতাধিক চিকিৎসক হামলার শিকার হয়েছেন। ম্যানচেস্টার ইউনিভার্সিটির তথ্য অনুসারে, গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সেনা নিপীড়নে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন চিকিৎসাকর্মী। গ্রেফতার হয়েছেন ১৯০ জন, ৫৫টি হাসপাতাল দখলে নিয়েছে জান্তা।
/এডব্লিউ
Leave a reply