দেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি এসেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুইয়ে। এই পারফরমেন্সকে অন্যতম সেরা না বলে সর্বোচ্চ জয় বলা উচিত। বলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
মাশরাফী গতকাল (৬ জানুয়ারি) বল করেছেন মাহমুদউল্লাহকে। ব্যাক পেইন থাকায় রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক। বিসিএলে খেলার সম্ভাবনা আছে তার। তবে ঢাকার হয়ে তার বিপিএলে খেলা অনেকটাই নিশ্চিত তার। দীর্ঘ দিন পর মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে ফিরেছেন মাশরাফী। শরীরে নেই বাড়তি মেদের অস্তিত্ব। চেনা মিরপুরে ফিরেই ছোট্ট রানআপে মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিং করেছেন।
আরও পড়ুন: ফিফার দ্য বেস্ট: কে হবেন বর্ষসেরা কোচ
একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে দলগত পারফরমেন্সেই এসেছে সাফল্য, এমনটাই বিশ্বাস করেন এই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এছাড়াও, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় যাতে আত্মতুষ্টির কারণ না হয়, সেটাও মনে করিয়ে দিলেন ম্যাশ। অধিনায়ক মুমিনুলের প্রশংসাও ঝরেছে নড়াইল এক্সপ্রেসের কণ্ঠে। ইনজুরি আক্রান্ত কিংবা জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের প্রতি বিসিবিকে বাড়তি নজর দেয়ার তাগিত দিয়েছেন বাংলাদেশের সফল এই অধিনায়ক।
আরও পড়ুন: স্টোকসের ইনজুরিতে দুশ্চিন্তায় ইংল্যান্ড
Leave a reply