জেমিসনের সামনে মুমিনুলের ভাইরাল ছবি নিয়ে হাথুরুসিংহের টুইট

|

ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্টে প্রতিপক্ষ পেসার দীর্ঘদেহী কাইল জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হকের একটি ছবি ভাইরাল হয়েছে। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসনের সামনে দাঁড়ানো বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুলের সেই ছবি নিয়ে এবার টুইট করলেন বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহে।

নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটি আপলোড করে ক্যাপশনে মুমিনুলকে ‘এই ছোট’ বলে আখ্যায়িত করেন হাথুরুসিংহে। এছাড়াও, জেমিসন যে আর তাকে উপেক্ষা করতে পারবেন না সে কথাও উল্লেখ করেন তিনি।

জেমিসন ও নিউজিল্যান্ডের অন্য তিন পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনারের পেস সামলেই প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল। ৬ ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ২৪৪ বল খেলে করেন ৮৮। দ্বিতীয় ইনিংসেও দলের জয়ের সময় বাংলাদেশ অধিনায়ক ছিলেন ক্রিজে।

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন হাথুরুসিংহে। তার অধীনেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশ। এছাড়াও দেশের মাটিতে ওয়ানডে সিরিজে হারায় ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোকে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply