ইউপি নির্বাচনে একসাথে জয়ী মা-ছেলে

|

পঞ্চম ধাপের নির্বাচনে মা-ছেলে মাঠে নেমেছিলেন দুজনই। না, শুধু সমর্থনের জন্য নয় বরং একসাথে নির্বাচনে লড়তে। এমনটা ঘটেছে মাদারীপুরের একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে। ভোটের মাঠে জয়ী হয়েই ঘরে ফিরেছেন দুজন। মা-ছেলের এমন বিজয়ে পরিবারের লোকজনসহ খুশি এলাকাবাসীও।

মাদারীপুরের শিবচরের বাসিন্দা লুৎফেন্নেছা বেগম। পঞ্চম ধাপের কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন সংরক্ষিত নারী সদস্য পদে। একই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে লড়েছেন লুৎফুন্নেসার ছেলে মো. চুন্নু মিয়া।

নির্বাচনী প্রচারে দিনরাত একসাথে মাঠ চষে বেড়ান মা-ছেলে। কখনো মায়ের জন্য ভোট চেয়ে আবার কখনো ছেলেকে জয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে যান মা লুৎফুন্নেছা। শেষমেষ ৫ই জানুয়ারি নির্বাচনে জয়ের মালা পরেন দুজনই।

মা-ছেলের জয়ে এলাকার উন্নয়ন হবে ত্বরান্বিত, আশা এলাকাবাসীর। অভিনন্দন জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাকসুদুর রহমানও।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যেখানে অনেক জায়গায় সহিংসতা হয়েছে, সেখানে একেবারেই শান্তিপূর্ণ ছিল মাদারীপুরের শিবচর, সদর ও রাজৈরের পরিবেশ। আগের মতোই এবারও জেলার ১৬টি ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত ছিল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply