ডিসেম্বরে ২ লাখ কর্মসংস্থান করেছে যুক্তরাষ্ট্র, বেকারত্ব কমেছে ৪ শতাংশ

|

যুক্তরাষ্ট্রে গেলো বছরের ডিসেম্বরে ১ লাখ ৯৯ হাজার কর্মসংস্থান করতে পেরেছে দেশটির সরকার। যার ফলে বেকারত্ব কমেছে ৪ শতাংশের মতো।

শুক্রবার (৭ জানুয়ারি) দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করে এ তথ্য। তারা জানায়, অর্থনৈতিক বিশ্লেষকরা মাসিক কর্মসংস্থান ৪ লাখ হিসাব করেছিল। সে তুলনায় অর্ধেকের কম চাকরি দিতে পেরেছে সরকার, যা হতাশাজনক। তবে মহামারির দুই বছরে বেকারত্বের হার এতোটা কমার ঘটনা এটাই প্রথম।

সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৩ দশমিক ৫ শতাংশ কমেছিল যুক্তরাষ্ট্রের বেকারত্ব। তবে চাকরির ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ মার্কিনীরা বর্ণ ও লিঙ্গবৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জরিপ অনুযায়ী, গত বছর ডিসেম্বরে অ্যাফ্রো-আমেরিকানদের মধ্যে বেকারত্ব বেড়েছে ৬ শতাংশের বেশি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply