করোনায় মারা গেলেন টিকা বিরোধী ফরাসি আইনপ্রণেতা

|

করোনায় মারা গেছেন ফরাসি আইনপ্রণেতা হোসে অ্যাভারার্ড।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফরাসি আইনপ্রণেতা হোসে অ্যাভারার্ড। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড এ তথ্য নিশ্চিত করেছেন। অ্যাভারার্ডের মৃত্যুর পর তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড। খবর রয়টার্সের।

এর আগে, ফ্রান্সে করোনা সংক্রমণ রোধে রাষ্ট্রীয়ভাবে যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল সেসবের বিরোধিতা করেছিলেন অ্যাভারার্ড। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ফ্রান্সের পা দে ক্যালাই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন অ্যাভারার্ড। ফ্রান্সের কট্টোর ডানপন্থী ডেবু লা ফ্রান্স নামক রাজনৈতিক দলের নেতা ছিলেন তিনি। শুধু রাজপথেই না করোনা সংক্রমণ ঠেকাতে নেয়া রাষ্ট্রীয় পদক্ষেপের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন অ্যাভারার্ড।

এর আগে গত বছরের অক্টোবরে ফ্রান্সের পার্লামেন্টে করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তদন্ত কমিটি গঠন করতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল । এ প্রস্তাবের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন অ্যাভারার্ড।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply