রিয়ালের জার্সিতে বেনজেমার ৩০০

|

ছবি: সংগৃহীত

চতুর্থ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনশ গোলের মাইলফলক স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (৮ জানুয়ারি) রাতে লা-লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুটি গোলটি করেন বেনজেমা।

ম্যাচের ৪৩ মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রিয়ালের জার্সিতে ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করে ফেলেন ফরাসি এই তারকা। ৮৮ মিনিটে মঁদির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। এই মৌসুমে ২০ ম্যাচে ১৭ গোল করে লিগের সর্বোচ্চ স্কোরার এখন তিনি।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮৪ ম্যাচ খেলে ৩০০ গোলের এই ক্লাবে ঢুকলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড । এর আগে রিয়ালের জার্সি গায়ে তিনশ বা এর বেশি গোল করেছেন মাত্র তিনজন খেলোয়াড়। ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৪৫১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ তারকা রাউল গনলাসেস করেছেন ৩২৩ গোল এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড আলফ্রেডো ডি স্টেফানো করেছেন ৩০৮ গোল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply