নয়াদিল্লিতে ছয় মাসের সর্বোচ্চ প্রাণহানি বুধবার

|

বুধবার বিশ্বব্যাপী ওমিক্রনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন যাদের মধ্যে একজন ভারতীয়। এনডিটিভির ছবি।

দীর্ঘ ৮ মাস পর ভারতে দিনে দুই লাখ ৪২ হাজারের মতো মানুষের শরীরে মিললো করোনাভাইরাস। দেশটিতে জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন বুধবার (১২ জানুয়ারি)। গেলো ছয় মাসের মধ্যে এটাই দিনে সর্বোচ্চ প্রাণহানি।

বুধবার সর্বোচ্চ ৪৭ হাজারের মতো সংক্রমণ শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। মঙ্গলবারের তুলনায় সক্রিয় কেস বেড়েছে ২২ শতাংশের ওপর। গেলো বছর এপ্রিলের পর নয়াদিল্লিতে আরও সাড়ে ২৭ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। একদিনেই সংক্রমণের হার বাড়লো ২৯ শতাংশ পর্যন্ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বুধবার বিশ্বব্যাপী ওমিক্রনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন যাদের মধ্যে একজন ভারতীয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply