স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অনুমোদন ছাড়া গড়ে উঠা ছলিম উল্লাহ জেনারেল হাসপাতাল নামে এক প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, ঘোড়াশাল বাজার এলাকায় ছলিমউল্লাহ মেডিকেল নামে হাসপাতালটি সরকারি অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ অদক্ষ নার্স ও স্টাফদের দ্বারা কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযানে হাসপাতালটির মালিক রোকনুজ্জামাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকারি অনুমোদন নেয়ার জন্য ২০ দিনের সময় দেয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় নির্বাহী ম্যাজিট্রেটের সাথে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।
/এসএইচ
Leave a reply