সৌদি গিয়ে করোনা আক্রান্ত কার্ভাহাল

|

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ড্যানি কার্ভাহাল। শুক্রবার (১৪ জানুয়ারি) ক্লাব থেকেই এ তথ্য জানানো হয়।

কার্ভাহালকে তাই সৌদি আরবের কোভিড প্রটোকল অনুযায়ী ৭ দিনের কোয়ারেনটাইন পালন করতে হবে। এছাড়া দুইবার পরীক্ষা করে করোনা রিপোর্ট নেগেটিভ আসা লাগবে।

সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেও মাঠে নামেন কার্ভাহাল। এর আগেই ক্লাবের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে কারভাহালের কোভিড প্রতিষেধক টিকা নেয়া আছে।

তবে বেশ কিছু করোনা টিকা না নেওয়া খেলোয়াড়েরও এ টুর্নামেন্টে অংশগ্রহণের কথা জানিয়েছেন স্প্যানিশ এফএ সভাপতি লুইস রুবিয়ালেস। যদিও সৌদির মাটিতে সুপার কাপ খেলতে আসা খেলোয়াড়দের জন্য দুই ডোজ টিকা নেয়ার নিয়ম বেধে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

আগামী রোববার ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে কার্লোস অ্যানচেলত্তির শিষ্যরা। বিলবাও সেমিফাইনালে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল অ্যাতলেটিকো মাদ্রিদকে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply