শেষ হলো নাসিক নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

|

ছবি: সংগৃহীত

শেষ হলো বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। নগরীর ১৯২টি কেন্দ্রের সবগুলোতে ভোট নেয়া হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে।

কেন্দ্রগুলোতে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা ফলাফল চলে যাবে কেন্দ্রীয় ভোট গণনা কক্ষে। সেখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার।

ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় এবারের নির্বাচনের ফল তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে ৫ লাখ ১৭ লাখ ৩৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন আর নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো কেন্দ্রেই সেরকম কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শামীম ওসমান জানিয়েছেন কাকে ভোট দিয়েছেন
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply