দিন দিন শহরের ব্যাপ্তি বাড়ছে, কিন্তু শহর থেকে বর্জ্য সংগ্রহ করার পরিবেশ সম্মত উপায় বের করা যায়নি। নেই পরিকল্পিত ডাম্পিং জোনও। বর্জ্য শতভাগ রিসাইকেল করা সম্ভব হলে সুরক্ষা পাবে পরিবেশ।
রোববার (১৬ জানুয়ারি) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে সার্কুলার ইকনোমির সমস্যা এবং প্রেক্ষিত নিয়ে আলোচনায় এমন মতামত উঠে আসে। বলা হয়, কয়েক বছর আগে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেয়া হলেও তার বিকল্প উপায় না থাকায় সুফল পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কোনো শিল্প বন্ধ না করে সঠিক কৌশল বের করে বিকল্প ভাবা প্রয়োজন।
এফবিসিসিআই এর এই সভায় বলা হয়, ঢাকায় প্রবৃদ্ধি হচ্ছে, তবে মানসম্মত প্রবৃদ্ধি হচ্ছে না। দিন দিন কমছে জীবনমান। যন্ত্রের ব্যবহার কমিয়ে আনতে হবে। এতে বর্জ্য উৎপন্ন কমে যাবে। সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে আরও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে বলা হয়, তা না হলে সুফল মিলবে না। শিল্পে যে পানি ব্যবহার হচ্ছে তা যদি পুনরায় ব্যবহার করার যায় তবে চাহিদা কমবে। এতে নদীগুলোর পানি ধরে রাখা সম্ভব হবে।
এসজেড/
Leave a reply