ঢাবিতে নেয়া যাবে অনলাইন ক্লাস

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ বা ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে ৪০ জনের করোনা শনাক্ত ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের অনেকের জ্বর, ঠান্ডা-কাশির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে শিক্ষা কার্যক্রম চলার বিষয়ে ঢাবি কর্তৃপক্ষ বলছে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ বা ইনস্টিটিউটগুলো চাইলে তাদের ক্লাসসমূহ অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

যদিও এখনও বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় সবাইকে মাস্ক পরাসহ মানতে হবে স্বাস্থ্যবিধি। এরইমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল খোলা রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ১ হাজার টাকা আর শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে করোনা পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। এই ল্যাবে একদিনের মধ্যেই জানা যাবে ফল।

আরও পড়ুন: পিস্তলসহ ঢাবি ছাত্রলীগ নেতা আটক

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply