নাটোরে এক ব্যক্তির দুই হাতের চারটি আঙ্গুল কেটে নিলো প্রতিপক্ষ

|

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপন্ডেন্ট:

নাটোরের সিংড়ায় খোরশেদ আলম নামে এক ব্যক্তির দুই হাতের চারটি আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার রাতাল শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত খোরশেদ ওই গ্রামের কৃষক মহির প্রামাণিকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী জানান, ২০১৭ সালে রাতাল গ্রামে রশিদ নামে এক ব্যক্তিকে হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলম। হত্যাকাণ্ডের পর থেকেই খোরশেদ ঢাকায় বসবাস করছিল। মঙ্গলবার নাটোর কোর্টে ওই মামলার হাজিরা দিয়ে গ্রামের বাড়িতে আসার পথে রাতাল শেখপাড়া এলাকায় প্রতিপক্ষ সবুজসহ কয়েকজন ব্যক্তি তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলা তার দুই হাতের চারটি আঙুল কেটে পড়ে যায়।

পরে আহত খোরশেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply