সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে আবারও রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ওই হামলায় প্রাণ হারান দুই শিশুসহ কমপক্ষে ছয় জন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
অভিযোগের তীর মার্কিন সমর্থিত গোষ্ঠীর দিকে। দেশটির যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার দাবি, শহরের জনবসতি লক্ষ্য করে চালানো হয় হামলাটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন।
২০১৮ সাল থেকেই তুরস্ক ও সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর দখলে অঞ্চলটি। উপর্যুপরি সামরিক হামলায় এলাকা ছাড়ে কুর্দি গোষ্ঠী। সে সময় থেকেই উত্তর-পূর্ব অঞ্চলটিতে স্বায়ত্তশাসিত প্রশাসন তৈরি করেছে বিদ্রোহীরা। সেখানে একটি ছোট মার্কিন ঘাঁটিও রয়েছে।
এসজেড/
Leave a reply