কক্সবাজারের রামুতে এক কেজি আইসসহ দুই পাচারকারী আটক

|

মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের পশ্চিম গোয়ালিয়া নামক স্থানে সড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশী চালিয়ে নিষিদ্ধ ঘোষিত এ মাদকের চালানটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়া কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদ এর ছেলে সৈয়দুল আমিন (৩৪) ও একই এলাকার মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ (১৬)।

জানা গেছে, তল্লাশীকালে অটোরিকশার ভেতর থাকা দুই যাত্রী হাতের ব্যাগ ফেলে পাশ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে। পরে তাদের ফেলে দেয়া ব্যাগটি উদ্ধার করে সেখান থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

বিজিবি রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম ফারুক জানান, জব্দকৃত মাদকসহ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply