দুটি বিদেশি পিস্তল, ১টি দেশি বন্দুক ও তাজা বুলেটসহ ১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ জোন)।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর সদর থানার মতিরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে ২ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেন।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সাইফুল ইসলাম ওরফে অপু (২৫) নামের এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে, আটককৃত সাইফুলের কাছে ২ টি ৭ মি. মি. বিদেশি পিস্তল, ১ টি দেশীয় বন্দুক ও ১ রাউন্ড তাজা বুলেট জব্দ করা হয়।
লে. কমান্ডার আব্দুর রহমান আরও বলেন, জব্দকৃত অস্ত্র, গোলা এবং আটককৃত সাইফুলকে লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
/এসএইচ
Leave a reply