আফ্রিকায় ঝড়ের তাণ্ডব, নিহত কমপক্ষে ১২

|

ছবি: সংগৃহীত

মৌসুমী ঝড় ‘অ্যানা’র তাণ্ডবে বিপর্যস্ত আফ্রিকার দেশ- মালাউয়ি। বুধবার পর্যন্ত ১২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাস্তুচ্যুত কমপক্ষে ৬ হাজার মানুষ। বন্যা ও ভূমিধসে বিলীন হয়ে গেছে দেশটির একরের পর একর ফসলি জমি। ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘরবাড়ির চালা; ভেঙ্গে গেছে বহু বসতভিটা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা।

এর আগে, মোজাম্বিকে আঘাত হানে ঝড়টি। যাতে প্রাণ হারিয়েছেন আটজন। অর্ধ-শতাধিক বাসিন্দা আহত। দুর্যোগপূর্ণ এলাকা থেকে কমপক্ষে ৯শ’ মানুষকে সরানো হয় নিরাপদ আশ্রয়ে। দেশটির ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমী ঝড়ে। ৩ হাজার ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে পুরোপুরি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply