ইসরায়েল কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না: ইব্রাহিম রইসি

|

ইরানের প্রেদিডেন্ট ইবরাহিম রইসি।

ইসরায়েল কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না- বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে বলেও মন্তব্য করেন রইসি। খবর দ্য জেরুজালেম পোস্টের।

বুধবার (২৬ জানুয়ারি) ইরান সফররত আরমেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানভের সাথে এক বৈঠকে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট রইসি।

রইসি বলেন, ইসরায়েল মানবতার শত্রু। ইসরায়েল এ অঞ্চলের মানুষের ওপর যে বর্বরতা ও নির্যাতন চালাচ্ছে তা উপেক্ষা করার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসরায়েলের দখলদারিত্ব, নির্যাতন ও বর্বরতা ফিলিস্তিনি জাতি এবং এ অঞ্চলের জনগণের ওপর চালাচ্ছে তা মানব ইতিহাসের এক অমোচনীয় কলঙ্কজনক সত্য। এসময়, ইসরায়েল কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না- বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রইসি।

তিনি আরও বলেন, তারা সমগ্র মধ্যপ্রাচ্যে ব্যাপক বর্বরতা ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা যেখানে যায় সেখানেই এরকম ধ্বংসজজ্ঞ চালায়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply