দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন ৬ এর বিশ দশমিক ১ কিলোমিটার দৃশ্যমান হলো। জাতীয় প্রেসক্লাবের সামনে ভায়াডাক্টের শেষ সেগমেন্ট স্থাপনের মধ্য দিয়ে পূর্ণতা পেলো লাইনটি।
রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকার প্রথম মেট্রো। পুরো লাইন দৃশ্যমান হতে বাকি ছিল খানিকটা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল এগারোটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের ভায়াডাক্টের শেষ সেগমেন্টটিও স্থাপিত হলো।
অনলাইনে শেষ সেগমেন্ট স্থাপন প্রত্যক্ষ করেন ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। এমআরটি লাইন ছয়ের কাজ শেষ করতে আরও ১১ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।
/এডব্লিউ
Leave a reply