সৌদি আরবের পতাকা অবমাননার অভিযোগে গ্রেফতার ৪ বাংলাদেশি

|

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পতাকা অবমাননার অভিযোগে চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মক্কা পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই চারজনকে বুধবার (২৬ জানুয়ারি) গ্রেফতার করে জেদ্দা পুলিশ।

মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই মুখপাত্র জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর গ্রেফতার হওয়া ওই চারজনকে সরকারি কৌঁসুলির অফিসে পাঠানো হয়েছে। জাতীয় পতাকাকে সম্মান, সংরক্ষণ এবং কোনোভাবেই অসম্মান না করতে আহ্বান জানিয়েছেন ওই মুখপাত্র। তিনি বলেন, যদি কেউ এটি লঙ্ঘন করে তাকে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: গণধর্ষণের পর চুল কেটে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হলো তরুণীকে

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ময়লা থেকে সৌদি পতাকা তুলছেন এক ব্যক্তি। ওই চারজন ময়লাসহ এটিকে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি সেই পতাকা তুলে নিয়ে তা পরিষ্কার করেন এবং তা ভাঁজ করতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়েবা বা ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর (রা.)’ লেখা রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply