সিটি নির্বাচনে সেনা মোতায়েন ও ইভিএম বাতিলের দাবি বিএনপির

|

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন ও ইভিএম বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, গত দুদিন ধরে নির্বাচন কমিশনার ঘোষণা দিচ্ছে- গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না। ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহার করতে চাইছে।

তিনি অভিযোগ করেন, দুই সিটিতে লেবেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। সরকারদলীয় নেতাকর্মীরা মিছিল করছেন, মিটিং করছেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের সভাসমাবেশ তো দূরের কথা, বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারছে না। তাই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে হলে সেনা মোতায়েন অত্যাবশ্যক বলেও দাবি রিজভীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply