চট্টগ্রামের সড়কে জ্বলে না সিগন্যাল বাতি

|

চট্টগ্রাম নগরীর অর্ধশতাধিক সড়কে ট্রাফিক সিগন্যাল বাতি থাকলেও তাতে আলো জ্বলে না। ফলে পুরানো নিয়মে হাতের ইশরায় চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ। এতে সড়কে যেমন যানজট লেগে থাকে তেমনি ট্রাফিক সদস্যদের করতে হয় বাড়তি কষ্ট। তবে সমস্যা সমাধান করতে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিজিটাল এই যুগে যেখানে পুরো পদ্ধতি স্বয়ংক্রিয় হওয়ার কথা ছিল, সেখানে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে হাতের ইশারায়। বন্দরনগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ২০১৯ সালে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছিল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বছর খানেক ধরে নষ্ট হয়ে পড়ে আছে তা।

চরম অব্যবস্থাপনার ফলে চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরেই যানজটে অতিষ্ট যাত্রীরা। সিএমপি ট্রাফিকের (দক্ষিণ) উপ পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিন বলছেন, এমন পরিস্থিতিতে সিগন্যাল লাইট অচল পড়ে থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা আরও দুরূহ হয়ে দাঁড়িয়েছে।

নিয়মানুযায়ী সিগন্যাল লাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। এ বিষয়ে ব্যাখ্যা দেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। মেয়র বলেন, এখন যেমন ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়, সামনে যেন এটাকে একটা আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়, সিটি কর্পোরেশন এখন সে চেষ্টাই করছে।

প্রসঙ্গত, বন্দরনগরীতে প্রথম সিগন্যাল বাতি স্থাপিত হয় ১৯৮৯ সালে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply