বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর

|

ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্যাসেমিরো।


বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের খেলায় ব্রাজিলকে রুখে দিয়ে মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করলো ইকুয়েডর। দুই লাল কার্ডের ম্যাচে এদিন ১-১ গোলে ড্র করেছে দুই দল।

ইকুয়েডরের মাঠে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় দুই দলের মাঝে। ইনজুরির কারণে নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল ম্যাচের ৬ মিনিটেই লিড নেয়। কর্নার থেকে উড়ে আসা বল ঠেকাতে গোলপোস্টের সামনে জটলা তৈরি হলে সে সুযোগ কাজে লাগিয়ে সেলেসাওদের এগিয়ে দেন ক্যাসেমিরো।

এরপর, ম্যাচের ১৫ মিনিটে ইকুয়েডরের গোলরক্ষক ডোমিনগেস ব্রাজিলের ফরোয়ার্ড কুনহাকে ফাউল করে লাল কার্ড দেখেন। ২০ মিনিটে এমারসন নিজের ২য় হলুদ কার্ড দেখলে ব্রাজিলও পরিনত হয় ১০ জনের দলে।

৩২ ফাউলের ম্যাচে ইকুয়েডর দুইবার পেনাল্টি পেলেও ভিএআর এ রক্ষা পায় ব্রাজিল। ৭৫ মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান ফেলিক্স তোরেস।

এরপর কোনো দলই আর গোলের দেখা না পাওয়ায় নির্ধারিত সময় শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুইদল।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে ব্রাজিল। আর ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন দেশগুলোর মধ্যে তিন নম্বরে আছে ইকুয়েডর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply