জায়েদের বিরুদ্ধে মামলা করার কথা ছিলো বলে জানালেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর।
শুক্রবার (২৮ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানান তিনি।
এফডিসিতে ভোটের পরিস্থিতি সম্পর্কে আলমগীর বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। যা কাদা ছোড়াছুড়ি হচ্ছে তা শুধু ভোট পর্যন্তই। ভোটের পর এর কিছুই আর থাকবে না।
ভোটের ফলাফল নিয়ে আলমগীর বলেন, এই নির্বাচনে যারা হেরে যাবেন, তাদের কাছে প্রত্যাশা বেশি।
উল্লেখ্য, ২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও একসঙ্গে প্যানেল দিয়েছেন। তাদের বিপরীতে নতুন প্যানেলে এবার লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।
Leave a reply