ইউএনও অনুপস্থিত, তাই গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার জানাজা

|

কিশোরগঞ্জে গার্ড অব অনার ছাড়া মুক্তিযোদ্ধার জানাজা হওয়ায় এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত না হওয়ায় গার্ড অফ অনার ছাড়াই দাফন করা হয় মুক্তিযোদ্ধা মোতালেব শিকদারকে।

স্থানীয়দের অভিযোগ, বাজিতপুর উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদার মারা গেলে শনিবার বিকেলে তার জানাজার আয়োজন করা হয়। কিন্তু তাকে গার্ড অব অনার না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। তারা বলছেন, যিনি দেশের মানুষের মুক্তির জন্য জীবনবাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন। সেই মুক্তিযোদ্ধার বিদায়বেলায় তাকে রাষ্ট্রীয় সম্মান না দেয়া দুঃখের বিষয়।

জানাজার সময় এলাকাবাসী পুলিশের সাথে যোগাযোগ করলে তারা উপস্থিত হয়। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার অনুপস্থিত থাকায় পুলিশ রাষ্ট্রীয় সম্মান দেখাতে পারেনি। এতে উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মাঝে।

পরে রাবারকান্দি কবরস্থানে মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদারকে দাফন করা হয়। এ ঘটনার জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনকে দায়ী করছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply