বাধ্যতামূলক ভ্যাকসিনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অস্ট্রিয়া

|

ছবি: সংগৃহীত

১ ফেব্রুয়ারি থেকে করোনার কঠোর বিধিনিষেধ আরোপ ও বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়ায়। শনিবার (২৯ জানুয়ারি) রাজধানী ভিয়েনার রাস্তায় নেমে আসেন হাজার দশেক বাসিন্দা।

এদিন সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন তারা। আবারও কড়াকড়ি আরোপে সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। টিকাগ্রহণ বাধ্যতামূলক করার মাধ্যমে ব্যক্তিস্বাধীনতা হরণের অভিযোগ জানান তারা।

ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে আবারও করোনা সংক্রমণ বেড়েছে অস্ট্রিয়ায়। এর প্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় সরকার। টিকা গ্রহণ করেননি এমন ব্যক্তিরা যেতে পারবেন না কোনো রেস্টুরেন্ট, মল ও বিনোদন কেন্দ্রে। এমনকি, ১৫ মার্চের মধ্যে আঠারোর্ধ্ব কোনো নাগরিক টিকা গ্রহণ না করলে তা অপরাধ হিসেবে গণ্য করার ঘোষণা প্রশাসনের।

আরও পড়ুন: নারী থেকে পুরুষ হয়েছিলেন, আবার নারীই হতে চান ইনি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply