শিকারীদের কবলে পড়া হাম্পব্যাক তিমি উদ্ধার

|

ছবি: সংগৃহীত

হাওয়াইয়ের সমুদ্র এলাকায় শিকারীদের কবলে পড়া একটি হাম্পব্যাক তিমিকে উদ্ধার করলেন পরিবেশবাদীরা। ফেডারেল অফিসিয়ালরা জানান, শিকারীর কবলে আটকে গিয়ে জীবন বিপন্ন হয়ে গিয়েছিল তিমিটির।

জাতীয় সমুদ্র এবং পরিবেশ বিষয়ক প্রশাসন জানায়, ১৪০ ফুট লম্বা শিকারের দড়িতে আটকে যায় প্রাণীটির লেজ। তাছাড়া, প্লাস্টিকের একটি বয়ায় আটকা ছিল তিমির পাখনা। কয়েক ঘণ্টার চেষ্টায় সেগুলো ছাঁড়ানো গেলেও কেটে যায় মাছটির চামড়া। অফিসিয়ালরা জানিয়েছে, এখন ভালো অবস্থায় আছে তিমিটি। তবে শিকারের দড়ির ওজন বেশি হওয়ায় তা তিমির মাংস কেটে বসে গিয়েছিল। শিকারের দড়ির মালিকানা কার, তা জানতে চলছে অনুসন্ধান।

আরও পড়ুন: গরুর সামনে প্রস্রাব করায় মারধর

গেলো কয়েক মাস ধরেই অঞ্চলটিতে বেড়েছে তিমি শিকার। এ মাসের শুরুতে হাওয়াইতে আরও একটি হাম্পব্যাক তিমিকে উদ্ধার করা হয়েছিল শিকারীর জাল থেকে।

আরও পড়ুন: জনসভায় নাচলেন ট্রাম্প


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply