আমার খুব ভালো লাগত, উনি ফুল পাঠালে: জায়েদ খান

|

জায়েদ খান।

নিপুনের উদ্দেশে জায়েদ খান বলেছেন, উনি ফুল পাঠালে আমার খুব ভালো লাগত। মিশা ভাই যেমন ইলিয়াস ভাইয়ের জন্য পাঠিয়েছে। ইলিয়াস কাঞ্চন-নিপুনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন জায়েদ খান।

এ সময় জায়েদ খান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আমি না জিতলে কে জিতবে? আমি কাজ করেছি, তাই জিতেছি। আগামীবারও ভোটে দাঁড়ালে জিতব।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল সংবাদ সম্মেলন করে। তাতে বিভিন্ন স্ক্রিণশট দেখিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে ধরেন এই প্যানেল। এসব অভিযোগের প্রসঙ্গে জায়েদ খান জানান, স্ক্রিণশটগুলো সুপার এডিটেড। নির্বাচনের আগে থেকেই তার বিরুদ্ধে এসব ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন।

জায়েদ খান দাবি করেছেন, সে জিতেছে বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। পুনরায় ভোট দিয়ে সে আবারও জিতলে এমন অভিযোগ করবে বলেও মন্তব্য করেন এ অভিনেতা।

আরও পড়ুন: উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চেয়েছে: নিপুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply