ঝিনাইদহে ৭১ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করা প্রায় ৭১ লাখ টাকার মাদক জব্দ করেছে বিজিবি।

আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

গত ১ বছরে এসব মাদক জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় ১৩,২২৪ হাজার বোতল ফেনসিডিল, ৩২৪ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের সিরাপ, প্রায় ১৬১ কেজি গাঁজা এবং ৩,৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজারমূল্য ৭১,০৮,৫২৬ লাখ টাকা।

৫৮ ব্যাটালিয়নের সদর দফতরে অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেকের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ-প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিজিবি সদস্যরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply