তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

|

ছবি: সংগৃহীত

দানবীয় তুষারঝড়ে একপ্রকার অচল যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। গেলো দু’দিনে বাতিল হয়েছে ৬ হাজারের কাছাকাছি বিমান ফ্লাইট।

ভারি তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগও। বিদ্যুৎ সংযোগ নেই লাখো গ্রাহকের ঘরবাড়ি এবং অফিস-আদালতে। পরিস্থিতি সামলাতে পাঁচটি রাজ্যে জারি করা হয় জরুরি অবস্থা।

সবচেয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখছে ম্যাসাচুসেটস। সেখানে গেলো ২৪ ঘণ্টায় আড়াই ফুটের ওপর তুষারপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যটির ৮০ হাজার ঘরবাড়িতে নেই বিদ্যুৎ। ভয়াবহ পরিস্থিতি দেখছে নিউইয়র্ক শহরও। প্রবল তুষারঝড়ের পাশাপাশি বন্যা সৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকাগুলোয়।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাসের সাথে মিশছে সমুদ্রের কিছুটা গরম হাওয়া। যার কারণে সৃষ্টি হচ্ছে শৈত্যপ্রবাহের। যা বম্ব সাইক্লোনে রূপ নিয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply