ভারতের ৭৫ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছে

|

ছবি: প্রতীকী

ভারতের প্রাপ্তবয়স্ক ৭৫ শতাংশ মানুষ পেয়েছেন পূর্ণাঙ্গ দুই ডোজ করোনা টিকা। রোববার এক টুইট বার্তায় এই তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ভারতে প্রায় ৯৪ কোটি মানুষকে দেয়া হয়েছে টিকার দুই ডোজ। এ সময় ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে সরবরাহকারী এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান মোদি।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনে আক্রান্তদের মাত্র ৫ থেকে ১০ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্টের সময় এই সংখ্যা ছিল ২০ থেকে ২৩ শতাংশ।

এই সংখ্যা কমে আসার পেছনে ভ্যাকসিন কার্যক্রমের প্রসার অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে যেসব ব্যক্তি ভ্যাকসিন নেয়ার পরও আক্রান্ত হচ্ছেন তাদের উপসর্গ খুবই মৃদু এবং দ্রুতই সেরে উঠছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply