খাগড়াছড়িতে শীতজনিত রোগ ও করোনায় নাজেহাল গর্ভবতী মায়েরা

|

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ বাড়ছে গর্ভবতী নারীদের মাঝে। শীতজনিত রোগের পাশাপাশি করোনায় আক্রান্ত হওয়ার হারও বাড়ছে। হাসপাতালের বহিঃর্বিভাগে প্রতিদিনই ভিড় বাড়ছে সন্তান সম্ভবা নারীদের। শীতের মৌসুম ছাড়াও করোনার এ সময়টাতে সন্তান সম্ভবা নারীদের প্রতি বাড়তি যত্নের পাশাপাশি সঠিক পরিচর্যা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের কথা বলছেন চিকিৎসকরা।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, মা ছাড়াও সদ্যজাত শিশুরাও ঠান্ডজনিত সমস্যায় ভুগছে। হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। অনেকে ডেলিভারির আগেই সিজনাল ফ্লুসহ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এছাড়া গাইনি ওয়ার্ডে সন্তান সম্ভবা ভর্তিকৃত অনেক রোগী করোনা ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। এদের বেশিরভাগই প্রত্যন্ত এলাকার। এসব সমস্যা থেকে বাঁচতে সচেতনতার প্রতি জোর দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেয়ার ৩০ মিনিট পর ছেলের মৃত্যু

হাসপাতালে এনআইএসইউ, পিআইসিইউ না থাকায় নবজাতকদের চিকিৎসায় বেগ পেতে হচ্ছে। জেলা সদর আধুনিক হাসপাতালের গাইনি ওয়ার্ডের কনসালটেন্ট ডা. জয়া চাকমা জানান, গর্ভকালীন নানা রকম জটিলতা দেখা দেয়। তারমধ্যে শীত ও করোনার এ সময়ে একটু বাড়তি যত্ন, সঠিক নিয়ম-কানুন ও যেকোনো জটিলতায় নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

এছাড়া পাহাড়ি এলাকা হওয়ায় প্রত্যন্ত এলাকার লোকদের এ বিষয়ে সচেতন হওয়ার প্রতি গুরুত্ব দিতে জোর দিয়েছেন ডা. জয়া চাকমা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply