পুঠিয়ার সাবেক ওসি সাকিলের জামিন আবেদন খারিজ

|

ফাইল ছবি।

শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদকে জামিন দেননি হাইকোর্ট। একই সাথে জামিন সংক্রান্ত রুলটি খারিজ করে দেন হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৩০ জানুয়ারি এ মামলায় তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এর আগে পিবিআইয়ের ইন্সপেক্টর শামীম আকতারকে তলব করেছিলেন হাইকোর্ট। নির্দেশনানুযায়ী আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন তিনি। কিন্তু হাইকোর্ট তার ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন। পরে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে পুনরায় লিখিত ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ জানুয়ারি দুদকের সহকারি পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে রাজশাহীর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন। পরে হাইকোর্টের নির্দেশনা অনুসারে গত ১২ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এর আগে সাবেক এই ওসি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ১৫ ডিসেম্বর তার জামিন প্রশ্নে রুল জারি করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply