গাজীপুর সাফারি পার্কে জেব্রা ও বাঘের পর এবার সিংহীর মৃত্যু 

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রা ও ১টি বাঘের পর এবার একটি সিংহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ টি প্রাণীর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিংহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এসময় দীপংকর বর বলেন, গত বছরের ১১ আগষ্ট সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। শারিরীক অসুস্থতা শনাক্তের পর বাংলাদেশ চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদউল্ল্যাহ, ময়মনসিংহের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল আলমসহ পার্কের ভেটেরিনারি অফিসার চিকিৎসা প্রদান করেন । এক পর্যায় সিংহীটির বাম পায়ে সমস্যা এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা দেয় ।

বৃহস্পতিবার সকালে সিংহীটির অবস্থার অবনতি হলে পার্কের ভেটেরিনারি চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুপুরে সিংহীটিকে মৃত ঘোষণা করেন।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply