মাঘের শীতে বৃষ্টির হানা, তাপমাত্রা আরও কমার আশঙ্কা

|

মাঘের শীতে বৃষ্টির হানা

মাঘের শীতে বৃষ্টির হানায় বিপাকে পড়েছেন মানুষ। শীত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকা, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ঠাণ্ডার সাথে বৃষ্টি আরও দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। অনেকেই কাজে যোগ দিতে পারেননি। যারাও বা বেরিয়েছিলেন তাদের বিড়ম্বনা আরও বেশি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসময়ের বৃষ্টিতে আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক যমুনা টেলিভিশনকে বলেন, সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত থেমে গেলে দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে, রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ফেব্রুয়ারি মাসে কোনো ঘুর্ণিঝড় হওয়ার সম্ভবনা নেই।

শনিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply