আইনশৃঙ্খলার চরম অবনতি পেরুতে, জরুরি অবস্থা জারি

|

ছবি: সংগৃহীত।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে লাতিন দেশ পেরুতে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে সরকার।

শুক্রবার (৪ জানুয়ারি) লিমা ও কালাও শহরে হাজারো পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করে প্রশাসন। আগামী দেড় মাস জারি থাকবে এ স্টেট অব ইমারজেন্সি। এসময় নিয়ন্ত্রিত হবে জনগণের ব্যক্তিস্বাধীনতা ও চলাচল। একই সাথে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

এসময় দিনরাত ২৪ ঘণ্টা শহরে টহল দেবে নিরাপত্তা বাহিনী। তল্লাশি চালাবে যানবাহন ও সাধারণ মানুষকে। কর্তৃপক্ষ বলছে, গত বছরের শেষের দিকে আশঙ্কাজনক হারে অপরাধ বাড়তে শুরু করায় নেয়া হয়েছে এ উদ্যোগ। পরিসংখ্যানে দেখা গেছে, কেবলমাত্র লিমা শহরেই ২০২১ সালে ৭০ হাজার হামলার মামলা নথিবদ্ধ হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply