আটলান্টিক মহাসাগরে ফ্রান্স উপকূলে ভেসে উঠেছে ১ লাখের বেশি মৃত মাছ। প্রায় ৩ হাজার বর্গমাইল এলাকা জুড়ে ভাসছে কড প্রজাতির মাছগুলো।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ট্রলার মারগ্রিসের জাল ভেঙ্গে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবেশ আন্দোলনকারীরা। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্সের মৎস্য বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে সামুদ্রিক ট্রলার অ্যাসোসিয়েশন দাবি করে, ট্রলারের জাল ভেঙে পড়ার ঘটনা বিরল।
ইউরোপীয় ইউনিয়নের আইন মেনেই চলছিলো নৌযানটি। তবে বিষয়টি পরিবেশ আন্দোলনকারীদের নজরে আসার পর শুরু হয়েছে তোলপাড়। এটি আদৌ দুর্ঘটনা না কি ইচ্ছাকৃত তা নিয়েও সন্দেহ জানিয়েছে ফরাসি সংগঠন সি শেফার্ড। এর আগে অস্ট্রেলিয়ার সমুদ্র অঞ্চলে নিষিদ্ধ করা হয় মারগ্রিসের মতো ট্রলার।
এসজেড/
Leave a reply