চট্টগ্রামে বাবুর্চির হাতে ব্যবসায়ী খুন, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গায়

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চট্টগ্রামের বাবুর্চির ছুরিকাঘাতে নিহত এসএম মঈন উদ্দীন তন্ময়ের হত্যাকারীর বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় এ মানববন্ধনে অংশ নেয় নিহতের স্বজন, বন্ধু-পরিজনসহ স্থানীয় লোকজন। এসময় বক্তারা তার হত্যাকারীর ফাঁসির দাবি জানান। সেখান থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, হত্যার একমাত্র আসামি গ্রেফতার হয়ে আদালতে আছে। মামলার তদন্তকাজ চলছে। যেহেতু হত্যাকারী একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ, সেহেতু সে জামিন পেলে পালিয়ে যেতে পারে এমনকি দেশ ত্যাগও করতে পারে। তাই দ্রুত বিচারের মাধ্যমে হত্যাকারীকে ফাঁসির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানা এলাকায় বাবুর্চির হাতে খুন হন তিলত্তমা চিটাগং নামে এক টাইলস কোম্পানীর কর্মকর্তা। এ ঘটনায় বাবুর্চিকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply