ভারতের কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ, বিক্ষোভ মুসলিম শিক্ষার্থীদের

|

ছবি: সংগৃহীত।

ভারতের কর্ণাটকে ছাত্রীদের হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে একটি নির্দেশ জারি করে রাজ্যের উদুপি জেলায় প্রশাসন। এরপর থেকেই ক্রমেই এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ছাত্রীদের সাথে এই বিক্ষোভে যুক্ত হয়েছে মুসলিম ছাত্ররাও। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার (৫ ফেব্রুয়ারি) উপকূলীয় শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে হিজাব পরার দাবিতে বিক্ষোভ দেখান মুসলিম ছাত্রীরা। অভিযোগ, কলেজের নিরাপত্তারক্ষীরা তাদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছে। সে সময় স্থানীয় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম ছাত্ররাও বিক্ষোভে যোগ দেন। এর আগে শুক্রবারও কুন্ডারপুরের অন্য একটি কলেজের গেটে ছাত্রীদের হিজাব-বিক্ষোভের সমর্থনে জড়ো হয়েছিলেন বেশ কিছু কলেজছাত্র।

এ নিয়ে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিজেপি নেতা বি সি নাগেশের দাবি, যেসব ছাত্রীরা এখন বিক্ষোভ করছেন, তারা আগে হিজাব পরতেনই না। তবে নির্দেশিকা জারির পর তারা ইচ্ছে করে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি এখনই না থামালে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুন: ২ বছরে সাত বিয়ে, গ্যাং তৈরি করে স্বামীদের লুঠ করতেন নববধূ!

উল্লেখ্য, কর্ণাটকের উদুপি জেলায় প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি হিজার পরে ছাত্রীদের ক্লাস যাওয়া নিয়ে একটি কিছু বিধিনিষেধ জারি হয়। এ সংক্রান্ত একটি নির্দেশনায় বলা হয়, হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। স্কার্ফ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। তবে সেই স্কার্ফের রঙ হবে ইউনিফর্মের ওড়নার রঙে। ক্যাম্পাস এবং কলেজ ক্যান্টিনে আর অন্য কোনও পোশাক পরতে দেওয়া হবে না। প্রশাসনিক এই বার্তা পেয়ে বিভিন্ন কলেজ কর্তৃলক্ষ হিজাব-বিধিনিষেধ জারি করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply